ঢাকা ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫
মোঃ সোহেল আমান নির্বাহী সম্পাদ ক্রাইম তালাশ প্রতিদিন।
কুড়িগ্রামের চিলমারীতে ভিডিও ও ছবি ধারণ করার কারণে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপারের (এসপি) নির্দেশে এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ছবি ও ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে।
জানা যায়, গত ১০ এপ্রিল সকালে কুড়িগ্রামের চিলমারী ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর শহরের মোড় এলাকায় তিস্তা সেতুতে ঘুরতে যাওয়া এক মা-মেয়েকে উত্যক্ত করার অভিযোগে স্থানীয়ভাবে মাইকিং করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান।
এ সময় স্বদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ও চিলমারী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দাম সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ভিডিও ও ছবি ধারণ করছিলেন। তখন পুলিশ সুপার তার দেহরক্ষীকে ফোন কেড়ে নিতে নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী দেহরক্ষী সাংবাদিকের ফোনটি নিয়ে ধারণ করা ভিডিও মুছে ফেলেন।
এতেই থেমে থাকেননি পুলিশ সুপার। তিনি সাংবাদিককে উদ্দেশ করে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মিডিয়া ছুটাই দেবো।”
ঘটনার পর চিলমারীসহ পুরো জেলার সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক জাহাঙ্গীর আলম জানান,
“ঘটনাস্থলে পুলিশ সুপার আসার খবর পেয়ে আমি সেখানে গিয়ে ভিডিও ও ছবি তুলছিলাম। এ সময় তিনি আমার ওপর চড়াও হন। পরিচয় দেওয়ার পর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ফোন কেড়ে নেওয়ার নির্দেশ দেন। এরপর এক পুলিশ সদস্য ফোনটি নিয়ে আমার ধারণকৃত ছবি ও ভিডিও মুছে দেন।”
রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন,
“আমি ওই সময় কিছুটা দূরে ছিলাম। পরে বিষয়টি সাংবাদিক জাহাঙ্গীরের কাছ থেকেই শুনেছি।”
কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর বলেন,
“কোনো সরকারি কর্মকর্তা সাংবাদিকের সঙ্গে এমন আচরণ করতে পারেন না। এর জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কারণ, তিনি প্রজাতন্ত্রের কর্মচারী। তাই তার আচরণ হতে হবে সব নাগরিকের প্রতি সম্মানজনক।”
কুড়িগ্রামে কর্মরত সাংবাদিকরা অভিযোগ করে জানান, এসপি সাহেবের এমন আচরণ নতুন কিছু নয়। সাংবাদিকদের দেখলে মনে হয় তার মাথা ব্যাথা শুরু হয়ে যায়। এর আগেও তিনি সাংবাদিকদের নাম্বার ব্লক করার ঘটনা ঘটিয়েছেন।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন,
“বৃহস্পতিবার রাত ১০টার পর এসপি স্যার এসেছিলেন। তবে ফোন কেড়ে নেওয়ার বিষয়টি আমার জানা নেই।”
এ বিষয়ে মুঠোফোনে পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, রাতের অন্ধকারে গোপন অভিযানে যাচ্ছি। আমি ভেবেছি উচ্ছুকজনতা ভিডিও করছে ফেসবুকে দেওয়ার জন্য। সেজন্য তার ফোন নিয়ে ভিডিও ডিলিট করা হয়েছে। আমি জানতাম না তিনি সাংবাদিক ।
প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম (উজ্জ্বল) ০১৭৫১-০৯৭৭০৬ সম্পাদক: মোঃ লুৎফর রহমান (লিটন) ০১৭১৫-৪০৫০৮০ বার্তা সম্পাদক : মোছাঃ আমিনা খাতুন (লিপি) প্রধান কার্যালয়:-৫৮/১পুরানা পল্টন ২য় তলা ঢাকা। ০৯৬৩৮-৩০৫০৮০
Design and developed by zahidit.com