ইমরান সরকার বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার ধানুয়া কামালপুর সাতানীপাড়া মাজারটিলা ১০৮৭ পিলার দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাতানীপাড়া বিজিবির সদস্যরা তাদের আটক করে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করে। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন-ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার এলংজানী এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. সোহেল রানা (৩২) ও ভোলা সদর উপজেলার রেদুরিয়া গ্রামের লিটন গাজীর ছেলে খোকন গাজী (৩১)।
সাতানীপাড়া বিজিবি ক্যাম্প কমেন্ডার নায়েব সুবেদার মানিক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক দুইজনকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ বলেন, নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
যোগাযোগের জন্য:- সম্পাদক: মোঃ লুৎফর রহমান (লিটন) ০১৭১৫-৪০৫০৮০ প্রধান কার্যালয়:-৫৮/১পুরানা পল্টন ২য় তলা ঢাকা। ০৯৬৩৮-৩০৫০৮০
zahidit.com