ঢাকা ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫
মোঃ আনোয়ার হোসেন আরিফ, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির নতুন অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান আঃ কুদ্দুস। তিনি তাঁর সদ্য নির্বাচিত পদে সংগঠনের উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করবেন বলে জানিয়েছেন।
গত শনিবার (১৯ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির এক সভায় এ কমিটির ঘোষণা দেওয়া হয়। এ সভায় উপস্থিত ছিলেন গন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোঃ রাসেদ খাঁনসহ সংগঠনের শীর্ষ নেতারা।
নতুন অর্থ সম্পাদক হিসেবে আঃ কুদ্দুসকে নির্বাচিত করায় শ্রমিক নেতারা এবং সংগঠনের সদস্যরা আশাবাদী তার নতুন নেতৃত্বে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে। তিনি সংগঠনের আর্থিক কার্যক্রম এবং শ্রমিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নির্বাচিত হওয়ার পর আঃ কুদ্দুস তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এটি একটি বড় দায়িত্ব। আমি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো এবং সংগঠনের উন্নতি ঘটানোর জন্য সামনের দিনগুলিতে আমি আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার সংগঠনকে ভালো কিছু দিবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, “আমার মূল লক্ষ্য হবে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা, এবং তাদের শোষণ ও নির্যাতন থেকে মুক্তি দেওয়া। আর্থিক সহায়তা ও অন্যান্য সুবিধার মাধ্যমে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবো।”
আঃ কুদ্দুস দীর্ঘদিন ধরে “গন অধিকার পরিষদ” এর রাজনীতির সাথে যুক্ত। সে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে মিছিলে, আন্দোলনে তার ব্যাপক ভূমিকা ছিলো। এবং শ্রমিকদের অধিকার আদায়ে বিগত পতিত আওয়ামী সরকারের আমলে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে সক্রিয়ভাবে ভুমিকা পালন করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ নুরুল হক নুর এবং উপদেষ্টা মোঃ রাশেদ খাঁন বলেন, “আঃ কুদ্দুস আমাদের সংগঠনের একজন সক্রিয় ও পরিশ্রমী নেতা। সে দীর্ঘদিন থেকে গন অধিকার পরিষদ এর রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। তার নেতৃত্বে শ্রমিকদের জন্য আরো ভালো কাজ হবে, এবং তার আগ্রহ ও উদ্যম সংগঠনের আর্থিক ভিত্তি দৃঢ় করতে সহায়তা করবে।”
প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম (উজ্জ্বল) ০১৭৫১-০৯৭৭০৬ সম্পাদক: মোঃ লুৎফর রহমান (লিটন) ০১৭১৫-৪০৫০৮০ বার্তা সম্পাদক : মোছাঃ আমিনা খাতুন (লিপি) প্রধান কার্যালয়:-৫৮/১পুরানা পল্টন ২য় তলা ঢাকা। ০৯৬৩৮-৩০৫০৮০
Design and developed by zahidit.com