ঢাকা ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম।
কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে এক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কোরআন ও হাদিসের আলোকে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় বৃক্ষ, বন, বন্যপ্রাণি, পাহাড়-টিলার গুরুত্ব উপলব্ধি করাতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর দুইটায় জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় এই রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, কুরআন ও হাদিসের আলোকে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় বৃক্ষ,বন,বন্যপ্রাণি,পাহাড়-টিলার গুরুত্ব তথা জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা এবং জনসাধারণের মাঝে সচেতনতা বাড়ানোর জন্যই এই রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম আরো বলেন, উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে এবং তারা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম (উজ্জ্বল) ০১৭৫১-০৯৭৭০৬ সম্পাদক: মোঃ লুৎফর রহমান (লিটন) ০১৭১৫-৪০৫০৮০ বার্তা সম্পাদক : মোছাঃ আমিনা খাতুন (লিপি) প্রধান কার্যালয়:-৫৮/১পুরানা পল্টন ২য় তলা ঢাকা। ০৯৬৩৮-৩০৫০৮০
Design and developed by zahidit.com