সন্ত্রাসবাদ দমন ও সহিংস চরমপন্থা প্রতিরোধে রাজশাহীতে (TOT) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

সন্ত্রাসবাদ দমন ও সহিংস চরমপন্থা প্রতিরোধে রাজশাহীতে (TOT)  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

মোঃ সোহেল আমান রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীতে আজ ২২ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ৯ টায় নগরীর হোটেল এক্সে সন্ত্রাসবাদ দমন এবং সহিংস চরমপন্থা প্রতিরোধ ও মোকাবেলায় বাংলাদেশে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং ব্যবস্থা এবং কৌশলকে শক্তিশালী করতে রাজশাহী এবং রংপুর অঞ্চলের পুলিশ কর্মকর্তাদের জন্য তিনদিনব্যাপী (TOT) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, ডিআইজি (অপারেশনস্), এটিইউ, ঢাকা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।
এই উদ্যোগটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট (এটিইউ) এবং জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় (UNODC)। কর্মসূচিটি গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর সহায়তায় বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মো: আশরাফুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স), এটিইউ, ঢাকা।
এসময় উপস্থিত ছিলেন শিরিন আক্তার জাহান, পুলিশ সুপার (প্ল্যানিং & রিসার্চ), এটিইউ, ঢাকা, (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং ইউনাইটেড নেশনস্‌ অফিস অন ড্রাগস্ অ্যান্ড ক্রাইম (UNODC) এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর এস এম নাহিয়ান।
এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে রাজশাহী ও রংপুর অঞ্চলের পুলিশ কর্মকর্তারা সন্ত্রাসবাদ দমন ও সহিংস চরমপন্থা প্রতিরোধে আরও দক্ষ ও সচেতন হবেন বলে আশা করা যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ